প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করেছে নেদারল্যান্ডসভিত্তিক বিনিয়োগ তহবিল গুড ফ্যাশন ফান্ড (জিএফএফ)। ফ্যাশন শিল্পের কার্যক্রমকে টেকসই করতে বিনিয়োগ করে সংস্থাটি। তাদের ১ মিলিয়ন মার্কিন ডলারের তহবিলটি পেয়েছে প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড। ঢাকার নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় একটি আধুনিক ইন-হাউস ওয়াশিং প্ল্যান্টে এ অর্থ বিনিয়োগ করেছে তারা।
এই তহবিলের মাধ্যমে পানি ও ক্যামিক্যালের দক্ষ ব্যবহার নিশ্চিতের জন্য ওয়াশিং প্ল্যান্টটিকে অত্যাধুনিক ওয়াশিং, ড্রাইং এবং হাইড্রো মেশিনারি দিয়ে সজ্জিত করা হবে। প্রোগ্রেস অ্যাপারেলসের হংকংভিত্তিক হোল্ডিং কোম্পানি পিডিএস লিমিটেডের মাধ্যমে জিএফএফ এ বিনিয়োগ করেছে। এর মাধ্যমে পিডিএস টেক্সটাইল খাতের একটি নতুন অংশীদার হিসেবে হিসেবে টেকসই বিনিয়োগকে উৎসাহিত করবে। একই সঙ্গে, অন্যান্য আন্তর্জাতিক তহবিলগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আকর্ষণ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
জিএফএফের দাবি, তাদের এই বিনিয়োগ আদমজী ইপিজেডে অবস্থিত প্রোগ্রেস অ্যাপারেলসের ইন-হাউস ওয়াশিং প্ল্যান্টের ইমপ্যাক্ট ইকুইপমেন্টে প্রচলিত যন্ত্রপাতির তুলনায় পানি ও কেমিক্যালের খরচ কমাবে। যেহেতু গার্মেন্ট ওয়াশিং আর আউটসোর্স করতে হবে না, সেহেতু প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইনের ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা আরও বাড়াবে। এছাড়াও, কর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কেমিক্যাল, পানি এবং জ্বালানি ব্যবহারের মনিটরিং ব্যবস্থায় আরও সক্ষমতা অর্জন করবে কারখানাটি। গার্মেন্ট আউটসোর্স না করায় গার্মেন্ট পরিবহন সংশ্লিষ্ট কার্বন নির্গমণও কমাবে এই বিনিয়োগ।
প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড ২০১৭ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি হংকংভিত্তিক পিডিএস লিমিটেডের অংশ। প্রোগ্রেস অ্যাপারেলসের ফ্যাক্টরিতে জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য ওভেন বটম প্রস্তত করা হয়। তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১০ লাখ পিস। জিএফএফের বিনিয়োগপ্রাপ্তি প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগ উপলক্ষে পিডিএস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পল্লক শেঠ বলেছেন, ‘অ্যাপারেল ভ্যালু চেইনে পিডিএসের অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ২০০টিরও বেশি রিটেইল ব্র্যান্ডের জন্য নিজেকে উপযুক্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সামাজিক দায়বদ্ধ কর্পোরেট সত্তা এবং রিটেইলারদের বিশ্বস্ত অংশীদার হিসেবে আমরা গ্রাহক ও পরিবেশ উভয়ের প্রতিই আমাদের দায়বদ্ধতা বজায় রাখতে নিবেদিত৷ টেকসই পরিবেশ এবং সার্কুলারটিকে প্রাধান্য দেয় এমন প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে পিডিএস সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। গুড ফ্যাশন ফান্ডের সাথে আমাদের এই সম্মিলন সেই প্রতিশ্রুতিরই প্রমাণ।’
পিডিএস লিমিটেডের গ্রুপ সিইও সঞ্জয় জৈন বলেন, ‘আমাদের মেনুফ্যাকচারিং ব্যবসা গত বছরের পুরোটাতেই বেশ লাভজনক ছিল। ওয়াশ প্ল্যান্টে এই বিনিয়োগ শুধু প্রোগ্রেস অ্যাপারেলের উৎপাদন সক্ষমতাই বাড়ায়নি, বরং টেকসই কার্যক্রম এবং অত্যাধুনিক প্রযুক্তি বাস্তবায়নে গুড ফ্যাশন ফান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর সুবিধাও অর্জন করেছে। আমাদের কার্যক্রম এবং সামগ্রিক টেকসই লক্ষ্যমাত্রাগুলোর উন্নতিতে তাদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ করে দেবে এই বিনিয়োগ।’
জিএফএফে অর্থায়নে সূচনা করে লডস ফাউন্ডেশন। ইমপ্যাক্ট ইকুইপমেন্টে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ফ্যাশন খাতে ভালো অনুশীলন আনাই এর লক্ষ্য।