স্টাফকে বেঁধে রেখে মাদারীপুরের শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে ও গোডাউনে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স পণ্য লুট করে নিয়ে যায় ডাকাতদল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার মধ্যরাতে জেলার শিবচরের মাদবরচরে পপুলার ট্রেড হাউজ নামক ইলেকট্রনিক্স শোরুমের তালা কৌশলে খুলে শোরুমে প্রবেশ করে ৫ থেকে ৬ জনের ডাকাতদল। ডাকাতদল শোরুমে ঢুকেই গোডাউনে ঘুমানো স্টাফ সাজ্জাদ মিয়াকে হাত পা বেঁধে মারধর করে। এ সময় ডাকাতদল শোরুমের সামনের এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস লেনের দুটি পিকআপে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫টি টিভি, ১০ টি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা, ১০টি রাইস কুকার, ১৫টি প্রেসার কুকার, ১০টি ব্লেন্ডার মেশিন, ২৫টি আয়রন মেশিন, ২টি পানির ফিল্টার, ২টি এয়ার কুলার, ৫টি ওয়াশিং মেশিন, ৪টি সাউন্ডবক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির শেষ দিকে কৌশলে স্টাফ সাজ্জাদ পায়ের বাঁধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ডাকাতরা কিছু ইলেকট্রনিক্স পণ্য নিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।