সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক ক্রিকেট ভক্তরা।
চোখের জলে তামিমের বিদায় নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। শোবিজ অঙ্গনের তারকারাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অভিনেতা শতাব্দী ওয়াদুদ তামিমের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন— ‘এমন সময়ে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তটা কি ঠিক হলো? সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট, কে সামলাবে ওপেনিং? বিশেষ করে দলে এর বাজে প্রভাব পড়বে, সেটা থেকে বেরিয়ে আমাদের ক্রিকেটাররা কতটুকু ভালো খেলতে পারবেন, সে বিষয়ে আমি সন্দিহান।’
তামিমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শতাব্দী ওয়াদুদ লিখেন, ‘তারপরও তামিমের সিদ্ধান্তকে আমি সম্মান করি। সেও রক্তমাংসের মানুষ। বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সব সময় মনে থাকবে তামিম ইকবাল। আপনার ভবিষ্যৎ জীবন আনন্দের ও সুন্দর হোক।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তামিমের কান্নার কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারতো বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’
তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তামিমের বিদায়কে মেনে নিতে পারছেন না। তার ভাষায়— ‘তামিম ইকবাল আপনার জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে ভুলতে পারব না। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা অতুলনীয়। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তা নির্মম। আপনি এটা ডিজার্ভ করেন না। আপনি বাংলাদেশের হিরো, পাপন গংরা নন।’
তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ নির্মাতা বলেন, ‘খারাপ দিনে আপনার মতো সুপারস্টাররাও একা আবারো প্রমাণ হলো। আমাদের দেশের কোন একটা জায়গাও যদি একটু গোছানো থাকতো। সব জায়গায় দুর্নীতি। অনেক কথা বলার আছে। এখন শুধুই আপনার প্রতি কৃতজ্ঞতা।’
তামিমের অবসর নেওয়া মানতে পারছেন না তরুণ গায়ক তাসরিফ খানও। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ক্রিকেটের একটা সময় ছিল, যখন গোটা বাংলাদেশ আশা করতো একটা সম্মানজনক পরাজয়ের। আর এই একই বাংলাদেশ আজ যেকোনো ম্যাচেই জিততে চায়। যারা নতুন নতুন ক্রিকেটের গবেষক হয়েছেন বা কথায় কথায় ভুল ধরা আর ট্রল করা নিয়ে ব্যস্ত থাকেন, তারা হয়তো এটা জানেনও না যে এই পার্থক্যটা তৈরি করার পেছনের অন্যতম একজন কাণ্ডারি হচ্ছেন এই তামিম ইকবাল খান। ডাউন দ্য উইকেটে গিয়ে পৃথিবীর বড় বড় বোলারদের চোখে চোখ রেখে শট খেলা এই তামিমদের থেকেই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। আফসোস, আমরা জাতিগতভাবেই অকৃতজ্ঞ!’
নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘মানুষের অর্ধেক জীবন কাটে মানুষ চিনতে চিনতে, বাকি অর্ধেক কাটে অভিমানে। বয়স এবং কাজে মানুষ যত বড় হতে থাকেন ততো একা হতে থাকেন। আপনি, আমি, তামিম এবং সবাই।’