বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে জামালপুরের রেলওয়ে স্টেশন এলাকায় সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পর রেলওয়ে স্টেশনের মসজিদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক শাহাবুল আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এছাড়া আরো বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন হেলাল,শহর আওয়ামী লীগের সদস্য নাজমুল হোসেন মিলন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ,জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন প্রমুখ ।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য এম কাওছার সৌরভ অনুষ্ঠান সঞ্চালনা করেন। মানববন্ধনে সচেতন নাগরিক মহলের বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এছাড়া নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ জুন নৃশংস হত্যাকান্ডের শিকার হন সাংবাদিক নাদিম। এই ঘটনায় প্রধান আসামী সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নামীয় ১৭ জন আসামী এখনো পলাতক রয়েছে।