সিরাজগঞ্জের মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

এবারের ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক যাত্রা হলেও ফিরতি ঈদযাত্রায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত এবং বনপাড়া রুটের গোজা ব্রীজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে গার্মেন্টকর্মীরা কর্মস্থলে ফিরছে। এ কারণে মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। বেলা ১২ টার পর থেকে হাটিকুমরুল গোলচত্বরকে কেন্দ্র করে চারদিকের রুটে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে ধীরে এর বিস্তৃত বেড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রীজ থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা বাজার পর্যন্ত ২১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া রুটে গোজা ব্রীজ পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) বদরুল কবির জানান, গার্মেন্টসকর্মীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে। বাসসহ গণ পরিবহণ ছাড়াও ট্রাক-পিকআপেও ঢাকায় যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়ে যাওয়া যানজট সৃষ্টি হয়েছে। নলকা সেতু থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত যানজট রয়েছে। অন্য রুটগুলোতেও অল্প যানজট রয়েছে।

তিনি বলেন, পুলিশ যানজট নিরসনে কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই যানজটের নিরসন হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিরাজগঞ্জের মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জের মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

এবারের ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক যাত্রা হলেও ফিরতি ঈদযাত্রায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত এবং বনপাড়া রুটের গোজা ব্রীজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে গার্মেন্টকর্মীরা কর্মস্থলে ফিরছে। এ কারণে মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। বেলা ১২ টার পর থেকে হাটিকুমরুল গোলচত্বরকে কেন্দ্র করে চারদিকের রুটে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে ধীরে এর বিস্তৃত বেড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রীজ থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা বাজার পর্যন্ত ২১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া রুটে গোজা ব্রীজ পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) বদরুল কবির জানান, গার্মেন্টসকর্মীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে। বাসসহ গণ পরিবহণ ছাড়াও ট্রাক-পিকআপেও ঢাকায় যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়ে যাওয়া যানজট সৃষ্টি হয়েছে। নলকা সেতু থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত যানজট রয়েছে। অন্য রুটগুলোতেও অল্প যানজট রয়েছে।

তিনি বলেন, পুলিশ যানজট নিরসনে কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই যানজটের নিরসন হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত