কণ্ঠশিল্পী সাদি মহম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মহাম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ মারা গেছেন।
শনিবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ সলিমউল্লাহর অর্ধাঙ্গিনী ছিলেন।
মৃত্যুর খবর নিশ্চিত করেন সাদি মহম্মদ। তিনি বলেন, মা গত ১৫ বছর ধরে হুইল চেয়ারে বসেই স্বাভাবিক জীবন পার করছিলেন। মা আমাদের ১০ ভাই-বোনকে একা মানুষ করেছেন। মা ছিলো আমার কাছে অন্তহীন আকাশ। যে আকাশে আমি পাখা মেলে দিতাম পাখির মতো। সেই আকাশটা আজ থেকে আর নেই।
রোববার মোহাম্মদপুর কবরস্থানে জেবুন্নেছা সলিমউল্লাহর জানাজা ও দাফন হবে বলে জানান সাদি মহাম্মদ।
সাদি মহম্মদ জানান, তার মা ৭১ সালের ২৬ মার্চের সেই ভয়াল রাতে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মোহাম্মদপুরের তাজমহল রোডের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েন। এরপর থেকে তার দুটো পা অকেজো হয়। এরপর লম্বা সময় ক্র্যাচ এবং শেষ ১৫ বছর হুইলচেয়ারে জীবন কাটিয়েছেন তিনি।
১৯৭১ সালে পাকিস্তানি সেনারা মোহাম্মদপুরের বাড়ি পুড়িয়ে সাদি মহাম্মদের বাবাকে হত্যা করে। এরপর থেকে একাই দশ সন্তানকে মানুষ করেন জেবুন্নেছা সলিমউল্লাহ।