কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আমান উল্লাহ (২২) নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমান উল্লাহ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ১ নং ওয়ার্ড মনিরঘোনা গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
নিহত আমান উল্লাহর বাবা ঠান্ডা মিয়া বলেন, আমান উল্লাহ সকাল ৭টার দিকে মাছ ধরার জাল নিয়ে নাফনদীতে মাছ শিকারের বের হয়েছিল।দু’ঘণ্টা পর খবর আসে আমান উল্লাহ নাফনদীতে ডুবে গেছে। পরবর্তীতে বিজিবি ও পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে তার মৃতদেহ তোলা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, শনিবার দুপুরে হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।