জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্য সানোয়ার জাহান শিমুল (২৮) নিহত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
জামালপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন শিমুল। এ সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই চার বছর চাকরির পর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।