ত্রিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ত্রিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুতিয়া নদীর পানিতে ডুবে শাম্মী আক্তার সোয়েবা নামে ৬ বছর বয়সি এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার বৈলর বাঁশকড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিডস্টোর এলাকার অমিতের মেয়ে। সে তার নানার বাড়িতে মায়ের সাথে থাকতো। তার বাবা পেশায় একজন ড্রাইভার। বাবা অমিতের সাথে সম্পর্ক ভালো না থাকায় প্রায় তিনবছর যাবত তার মা পারভিন আক্তারের সাথেই থাকতো সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে শাম্মীকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির প্রায় দুই ঘন্টাপর বসত বাড়ি থেকে কয়েকশ গজ দূরে সুতিয়া নদীর পানিতে ভাসতে দেখে তার মা।

পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেন নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ত্রিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ত্রিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুতিয়া নদীর পানিতে ডুবে শাম্মী আক্তার সোয়েবা নামে ৬ বছর বয়সি এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার বৈলর বাঁশকড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিডস্টোর এলাকার অমিতের মেয়ে। সে তার নানার বাড়িতে মায়ের সাথে থাকতো। তার বাবা পেশায় একজন ড্রাইভার। বাবা অমিতের সাথে সম্পর্ক ভালো না থাকায় প্রায় তিনবছর যাবত তার মা পারভিন আক্তারের সাথেই থাকতো সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে শাম্মীকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির প্রায় দুই ঘন্টাপর বসত বাড়ি থেকে কয়েকশ গজ দূরে সুতিয়া নদীর পানিতে ভাসতে দেখে তার মা।

পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেন নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত