লক্ষ্মীপুরে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগে সভাপতি অবরুদ্ধ

মো: ইব্রাহিম জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগে সভাপতি অবরুদ্ধ

লক্ষ্মীপুরে বশিকপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হিজবুল বাহার রানার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে । এসময় খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়রা একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণের একটি কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতিকে প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

হিজবুল বাহার রানা বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি।

প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মোরশেদ আলম জানান, প্রতিষ্ঠানটির সভাপতি কাউকে কোন কিছু না জানিয়ে প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে মারধর করেন। এসময় খবর পেয়ে স্থানীয়রা ও গভনিং বডির অন্য সদস্যরা ছুটে যান প্রতিষ্ঠানে। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সভাপতির স্বেচ্ছাচারিতাকেই দুষলেন এই প্রতিনিধি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল বাসেত জানান, প্রতিষ্ঠানটির সভাপতি এসে তাকে লাঞ্চিত করেন। তিনি এঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

প্রতিষ্ঠানটির সভাপতি হিজবুল বাহার রানা বলেন, তিনি অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন।

জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র জানান, সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষক লাঞ্চিতের ঘটনায় তদন্ত করে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লক্ষ্মীপুরে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগে সভাপতি অবরুদ্ধ

লক্ষ্মীপুরে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগে সভাপতি অবরুদ্ধ

লক্ষ্মীপুরে বশিকপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হিজবুল বাহার রানার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে । এসময় খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়রা একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণের একটি কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতিকে প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

হিজবুল বাহার রানা বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি।

প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মোরশেদ আলম জানান, প্রতিষ্ঠানটির সভাপতি কাউকে কোন কিছু না জানিয়ে প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে মারধর করেন। এসময় খবর পেয়ে স্থানীয়রা ও গভনিং বডির অন্য সদস্যরা ছুটে যান প্রতিষ্ঠানে। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সভাপতির স্বেচ্ছাচারিতাকেই দুষলেন এই প্রতিনিধি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল বাসেত জানান, প্রতিষ্ঠানটির সভাপতি এসে তাকে লাঞ্চিত করেন। তিনি এঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

প্রতিষ্ঠানটির সভাপতি হিজবুল বাহার রানা বলেন, তিনি অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন।

জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র জানান, সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষক লাঞ্চিতের ঘটনায় তদন্ত করে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত