মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী রোববার (১৬ জুলাই) থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
দাবি আদায় না হওয়া পর্যন্ত মাধ্যমিকের শিক্ষক-কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন না বলে জানিয়েছেন বিটিএ নেতারা।
আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।