চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩
চন্দ্রযান-৩। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। আজ শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো।

উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।

এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পরই ভারত হবে বিশ্বের চতুর্থতম দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে।

একে ভারতীয় রকেটের ‘বাহুবলী’ বলা হয়। এর মধ্যে দুটি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি যা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি পরিচালনা করবে।

এর আগে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে এই ভারতীয় সংস্থা। তবে আগের অভিযানে পাঠানো অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩

চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩
চন্দ্রযান-৩। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। আজ শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো।

উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।

এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পরই ভারত হবে বিশ্বের চতুর্থতম দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে।

একে ভারতীয় রকেটের ‘বাহুবলী’ বলা হয়। এর মধ্যে দুটি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি যা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি পরিচালনা করবে।

এর আগে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে এই ভারতীয় সংস্থা। তবে আগের অভিযানে পাঠানো অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত