সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের ন্যায্য দাবিতে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর চরে বিক্ষোভ করে তারা।
এই কর্মসূচিতে অংশ নেন বারসিকের পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ, ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, বরসা গাইন, প্রতিমা চক্রবর্তী, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন প্রমুখ।
বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলের মানুষ। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোনো কাজ করা হয়নি। উপকূলের মানুষ নানা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়। আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা, আমরা চাই টেকসই সমাধান। আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।