টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী গারো বাজার রাস্তার ঝড়ে পরা সেই গাছ কর্তৃপক্ষের অবহেলায় দেড় মাস যাবৎ অযত্নে পরে আছে সাগরদিঘী করাত মিলে।
এ বিষয়ে মধুপুর টেলকী সওজ অফিস কে অবগত করলেও তাদের উদাসীন মনোভাব ও দায়িত্ব অবহেলায় কোন কাজে আসছে না সরকারের। ফলে এক দিকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাস্তার মূল্যবান গাছ সেই সাথে প্রকৃতি হারাচ্ছে পরিবেশ। অপর দিকে সরকার তার মোটা টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরোজমিনে গেলে স্হানীয় আজহারুল ইসলাম, দেলোয়ার, মোশাররফ ভূইয়া জানান,গত ৬ জুন গারোবাজার সাগরদিঘী রাস্তার বটতলী এলাকায় সওজের একটি বড় আকাশমনি গাছ ঝড়ে পল্লী বিদুৎতের তার ও খুটি সহ ভেঙ্গে মাটিতে পড়ে যায়। পরে পল্লী বিদুৎতের ইনচার্জ হুমায়ূন কবিরের অনুরোধে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকসহ তার লোকজন দিয়ে গাছটি কেটে প্রায় ৮হাজার গ্রাহকের বিদ্যুৎ স্বচলের ব্যবস্থা করে দেয়। কিন্তুু এলাকার একটি অসাধু সংঘবদ্ধ চক্র সুযোগ কে কাজে লাগিয়ে কাটা গাছ রাতের অন্ধকারে সাগরদিঘী রফিকুলের করাত মিলে আত্মগোপন করে রাখে।
পরদিন বিষয়টি সাংবাদিকদের নজরে এলে তদন্ত পূর্বক বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশ করলেও সওজের সেই ঝড়ে পরা গাছ আজও অবহেলায় পড়ে আছে রফিকুলের করাত মিলে।