দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১১৪ জনের।
সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১,৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ৬৭ জনের। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৪৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫,৪৪১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৩,৩৪৭ জন। বাকি ২,০৯৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২২,৪৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৬,৯১২ জন।