যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন পেয়েছেন ৩৮২৫ ভোট।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান জানান, ভোট চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলো।