এক দফা দাবিতে বিএনপির পদযাত্রার জেরে ঢাকার ধামরাই ও সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। এসময় তাদের হাজার হাজার নেতাকর্মী সড়কের মূল লেন ও ঢাকাগামী সার্ভিস লেনে অবস্থান নেয়। পরে সড়কে অবস্থান নিয়ে তারা নবীনগরের দিকে পদযাত্রা শুরু করে।
এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ব্যক্তিগত কাজে ধামরাই থেকে সাভার যাচ্ছিলেন শরীফুল ইসলাম রিফাত নামে এক শিক্ষার্থী। তবে এক ঘণ্টায়ও ঢুলিভিটা থেকে ইসলামপুর পার হতে পারেননি তিনি। রিফাত বলেন, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম। সড়কে ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছি।