ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন এবং ঢাকার বাইরে ১ জন। এ নিয়ে এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৪৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৯১০ জন।
বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৯৩৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫২২ জন,আর বাকি ২ হাজার ৪১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৫৪৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৫৫জন।
এ বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত হয়েছেন ও যতজনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে তা হয়নি। জুলাইয়ে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছিল।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।
ষাটের দশকে দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। তবে ২০০০ সালের পর থেকে রোগটি সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত পাঁচ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২ লাখ ১০ হাজারের বেশি রোগী। এর বাইরেও যারা হাসপাতালে ভর্তি হননি- এমন সংখ্যাও নেহায়েত কম নয়।