হিরো আলমকে মেরে অনেকে আত্মগোপনে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
হিরো আলমকে মেরে অনেকে আত্মগোপনে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছেন কেউ কেউ। গ্রেফতার এড়াতে অনেকে ঢাকার বাইরে অবস্থান করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ছবি ও ভিডিও দেখে ১৫-১৬ জনের নাম-পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। এ হামলার পর থেকে ঘটনার স্থিরচিত্র, ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরান ঢাকা থেকে তালুকদার মাসুদ নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি পিকআপ ভ্যানচালক। তাকে শুক্রবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে হামলায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হলো।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সোমবার বেলা সোয়া ৩টার দিকে হিরো আলমের ওপর হামলা হয়। তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যে ১০ জন গ্রেফতার হয়েছে তাদের বাইরেও অনেক হামলাকারী আছে। তবে তারা আত্মগোপনে থাকতে নানা কৌশল অবলম্বন করছে। আমাদেরও বহুমুখী নজরদারি রয়েছে। হামলাকরীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ গ্রেফতার মাসুদের বিষয়ে তিনি বলেন, হামলার ফুটেজে তাকে আমরা দেখতে পেয়েছি।

ভোটকেন্দ্রে হামলার শিকার হলে হিরো আলমের প্রসঙ্গটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে যায়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ ঘটনায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার একদিন পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ এ ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে বনানী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হিরো আলমকে মেরে অনেকে আত্মগোপনে

হিরো আলমকে মেরে অনেকে আত্মগোপনে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছেন কেউ কেউ। গ্রেফতার এড়াতে অনেকে ঢাকার বাইরে অবস্থান করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ছবি ও ভিডিও দেখে ১৫-১৬ জনের নাম-পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। এ হামলার পর থেকে ঘটনার স্থিরচিত্র, ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরান ঢাকা থেকে তালুকদার মাসুদ নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি পিকআপ ভ্যানচালক। তাকে শুক্রবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে হামলায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হলো।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সোমবার বেলা সোয়া ৩টার দিকে হিরো আলমের ওপর হামলা হয়। তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যে ১০ জন গ্রেফতার হয়েছে তাদের বাইরেও অনেক হামলাকারী আছে। তবে তারা আত্মগোপনে থাকতে নানা কৌশল অবলম্বন করছে। আমাদেরও বহুমুখী নজরদারি রয়েছে। হামলাকরীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ গ্রেফতার মাসুদের বিষয়ে তিনি বলেন, হামলার ফুটেজে তাকে আমরা দেখতে পেয়েছি।

ভোটকেন্দ্রে হামলার শিকার হলে হিরো আলমের প্রসঙ্গটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে যায়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ ঘটনায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার একদিন পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ এ ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে বনানী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত