লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ আহত ২

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ আহত ২
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন অন্তঃস্বত্বা মহিলাসহ দ’ুজন মহিলাকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ওই দু’জন মহিলার কাছ থেকে প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ,এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২২জুলাই) বিকাল ৪টার দিকে ওই গ্রামের নথু মোল্যার ছেলে, বহু অপকর্মের হোতা ইকরাম মোল্যা মোবাইল ফোনের মাধ্যামে একই গ্রামের সুরুজ আলী মোল্যার তিন মাসের অন্তঃস্বত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ী গোলজান বেগম(৭০)কে জমিজমার কাগজপত্র দেখার জন্য ডেকে নেয়। খবর পেয়ে ওই দুজন মহিলা ইকরাম মোল্যার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরাম মোল্যা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজজে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে সন্ধায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অন্তঃস্বত্বা মহিলার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ আহত ২

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ আহত ২
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন অন্তঃস্বত্বা মহিলাসহ দ’ুজন মহিলাকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ওই দু’জন মহিলার কাছ থেকে প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ,এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২২জুলাই) বিকাল ৪টার দিকে ওই গ্রামের নথু মোল্যার ছেলে, বহু অপকর্মের হোতা ইকরাম মোল্যা মোবাইল ফোনের মাধ্যামে একই গ্রামের সুরুজ আলী মোল্যার তিন মাসের অন্তঃস্বত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ী গোলজান বেগম(৭০)কে জমিজমার কাগজপত্র দেখার জন্য ডেকে নেয়। খবর পেয়ে ওই দুজন মহিলা ইকরাম মোল্যার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরাম মোল্যা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজজে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে সন্ধায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অন্তঃস্বত্বা মহিলার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত