ধানুয়া কামালপুর স্থল বন্ধরে আমদানি-রপ্তানি বন্ধ

আবদুল লতিফ লায়ন জেলা প্রতিনিধি, জামালপুর
ধানুয়া কামালপুর স্থল বন্ধরে আমদানি-রপ্তানি বন্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরে পাথরসহ নানা পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রায় ১ মাসের বেশি সময় ধরে কোন কারন ছাড়াই পাথর আমদানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যাবসায়ীরা। এতে দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যাবসায়ীরা। কবে নাগাদ আমদানির শুরু হবে তাও অনিশ্চিত। বিষয়টি নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একমাত্র স্থল বন্দর ধানুয়াকামালপুর স্থল বন্দর। ২০২১-২০২২ অর্থ বছরে এই স্থল বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৯৩ লাখ টাকা। ২০২২-২০২৩ অর্থ বছরে আয় হয়েছে ৭ কোটি ১৫ লাখ টাকা। ২০২১-২০২২ অর্থ বছরে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ১লাখ ২২ হাজার মেট্রিক টন। ২০২২-২০২৩ অর্থ বছরে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। চলতি অর্থ বছর শুরুর এক সপ্তাহ আগেই অনিদিষ্ট কালের জন্য আমাদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে এক দিকে যেমন সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়ে আসছে। অন্য দিকে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, ধানুয়া কামালপুর স্থর বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশের অভ্যান্তরে পাথরের সংকট দেখা দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মোকাদ্দেছ রিপন জানান,মাঝে মধ্যে নানা অজুহাতে পাথর আমদানি বন্ধ করে ভারতীয় ব্যাবসায়ীরা। গত ১ মাসেরও বেশি সময় ধরে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের ব্যাবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদেশের ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকা আটকা পড়েছে ভারতীয় ব্যাবসায়ীদের কাছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল জানান, স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধের বিষয়ে বাংলাদেশের কোন সমস্যা নেই। এই বন্দর দিয়ে ভারত থেকে শুধুমাত্র বুলডুজার পাথর আমদানি হয়ে থাকে। বর্ষকালে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকার কারণে পাথর বুঝাই পরিবহন ধানুয়া কামালপুর স্থল বন্দরে আসতে পারছেনা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ধানুয়া কামালপুর স্থল বন্ধরে আমদানি-রপ্তানি বন্ধ

ধানুয়া কামালপুর স্থল বন্ধরে আমদানি-রপ্তানি বন্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরে পাথরসহ নানা পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রায় ১ মাসের বেশি সময় ধরে কোন কারন ছাড়াই পাথর আমদানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যাবসায়ীরা। এতে দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যাবসায়ীরা। কবে নাগাদ আমদানির শুরু হবে তাও অনিশ্চিত। বিষয়টি নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একমাত্র স্থল বন্দর ধানুয়াকামালপুর স্থল বন্দর। ২০২১-২০২২ অর্থ বছরে এই স্থল বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৯৩ লাখ টাকা। ২০২২-২০২৩ অর্থ বছরে আয় হয়েছে ৭ কোটি ১৫ লাখ টাকা। ২০২১-২০২২ অর্থ বছরে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ১লাখ ২২ হাজার মেট্রিক টন। ২০২২-২০২৩ অর্থ বছরে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। চলতি অর্থ বছর শুরুর এক সপ্তাহ আগেই অনিদিষ্ট কালের জন্য আমাদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে এক দিকে যেমন সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়ে আসছে। অন্য দিকে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, ধানুয়া কামালপুর স্থর বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশের অভ্যান্তরে পাথরের সংকট দেখা দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মোকাদ্দেছ রিপন জানান,মাঝে মধ্যে নানা অজুহাতে পাথর আমদানি বন্ধ করে ভারতীয় ব্যাবসায়ীরা। গত ১ মাসেরও বেশি সময় ধরে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের ব্যাবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদেশের ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকা আটকা পড়েছে ভারতীয় ব্যাবসায়ীদের কাছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল জানান, স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধের বিষয়ে বাংলাদেশের কোন সমস্যা নেই। এই বন্দর দিয়ে ভারত থেকে শুধুমাত্র বুলডুজার পাথর আমদানি হয়ে থাকে। বর্ষকালে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকার কারণে পাথর বুঝাই পরিবহন ধানুয়া কামালপুর স্থল বন্দরে আসতে পারছেনা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত