খামিস মুশাইতে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি ফাইটার জেট বিধ্বস্ত বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ক্রুদের সকল সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টা ২৮ মিনিটে (স্থানীয় সময়) খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় এটি বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
তুর্কি আল-মালিকি জানিয়েছেন, এফ-১৫এসএ বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি।