গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাফু মিয়া নামের এক কৃষক ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করতে যায়। এসময় তারই ছেলে আব্দুল্লাহ মিয়া (৭) ট্রাক্টরটির নিচে পড়ে নিহত হয়।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (বড় বাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ওই সময় মাফু মিয়া নিজস্ব ট্রাক্টর নিয়ে বাড়ির পাশে তার জমি চাষ করতে যায়। এসময় সঙ্গে থাকা আব্দুল্লাহ্ মিয়াকে ট্রাক্টরটি উপরে বসিয়ে জমি চাষ শুরু করে। এরই মধ্যে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা গেছে।
এ তথ্য নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্যা আফরোজা বেগম বলেন, মাফু তার নিজের ট্রাক্টর দিয়ে তারই জমি চাষ করতে গিয়ে ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।