মাদারীপুরে তোরণ নির্মাণের বাঁশ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শাহাবুদ্দিন ব্যাপারী (৭৫) নামে শ্রমিক ওই তোরণ নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ব্যাপারী সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আহমেদ ব্যাপারী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসছে ১৫ই আগস্ট উপলক্ষ্যে জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার কুমারটেক এলাকায় ৪ জন শ্রমিক দিয়ে একটি তোরণ নির্মাণ করছিলেন। তোরণটির উচ্চতা কম হওয়ার কারণে ওই সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান যাওয়ার সময় ধাক্কা লেগে তোরণের একটি বাঁশ খুলে গিয়ে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিনের মাথায় পড়লে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তোরণের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে বাঁশ খুলে গিয়ে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিনের মাথায় পড়লে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।