আমিনবাজারে পুলিশের সতর্ক অবস্থান

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
আমিনবাজারে পুলিশের সতর্ক অবস্থান

বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণায় ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, যদিও কোনো দলকে ঢাকার প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তারপরও বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে পুলিশের ব্যাপক উপস্থিত দেখা গেছে।

আমিনবাজারে ২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, “আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।”

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, “যে কর্মসূচির ঘোষণা এসেছে তাতে ডিএমপির অনুমোদন নেই। আমিনবাজার ও গাবতলী ঢাকার প্রবেশমুখ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে অবৈধ কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনাতে না পারে সে আশঙ্কায় ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমিনবাজারে পুলিশের সতর্ক অবস্থান

আমিনবাজারে পুলিশের সতর্ক অবস্থান

বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণায় ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, যদিও কোনো দলকে ঢাকার প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তারপরও বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে পুলিশের ব্যাপক উপস্থিত দেখা গেছে।

আমিনবাজারে ২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, “আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।”

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, “যে কর্মসূচির ঘোষণা এসেছে তাতে ডিএমপির অনুমোদন নেই। আমিনবাজার ও গাবতলী ঢাকার প্রবেশমুখ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে অবৈধ কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনাতে না পারে সে আশঙ্কায় ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত