বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হারুন মিয়া নামে এক ব্যাবসায়ী পিটিয়ে জখম ও তার মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
সোমবার দুপুরে গোয়াল গাও পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হারুন মিয়া গোয়ালগাও গ্রামের জলিল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন হারুন মিয়া বলেন,বাবুল মিয়ার ছেলে সুমন,বুলবুল ও আলালসহ ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় তার পা ভেঙে গেছে।
তিনি আরো বলেন,আমাকে মারধোর করার পর এখন মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করার হুমকি দিচ্ছে সুমন ও তার লোকজন।