লাহোরে ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
লাহোরে ইমরান খান গ্রেপ্তার
তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইসলামাবাদের একটি বিচারিক আদালত তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী ঘোষণা করার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে লাহোরে ইমরান খানকে জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে।

পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার একটি টুইটের মাধ্যমে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে জানায়, ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।

এর আগে, ইমরান খানকে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে আটক করা হয়।

তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড এবং তাকে ১ লক্ষ রূপি জরিমানা করে। যদিও এসময় তিনি বা তার আইনজীবীরা কেউ উপস্থিত ছিলেন না।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাহোরে ইমরান খান গ্রেপ্তার

লাহোরে ইমরান খান গ্রেপ্তার
তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইসলামাবাদের একটি বিচারিক আদালত তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী ঘোষণা করার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে লাহোরে ইমরান খানকে জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে।

পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার একটি টুইটের মাধ্যমে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে জানায়, ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।

এর আগে, ইমরান খানকে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে আটক করা হয়।

তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড এবং তাকে ১ লক্ষ রূপি জরিমানা করে। যদিও এসময় তিনি বা তার আইনজীবীরা কেউ উপস্থিত ছিলেন না।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত