প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলশানে সালমান এফ রহমানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে এ বৈঠক পূর্বনির্ধারিত ছিল না।
বিকেলের দিকে পিটার হাস সালমান এফ রহমানের গুলশান অফিসে যান। এরপর তিনি সালমানের গুলশানের বাসায় যান।
বুধবার রাতে একটি উচ্চপদস্থ সূত্র এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন বাংলাদেশে কর্মরত একাধিক রাষ্ট্রদূত। নির্বাচনের আগে এই বৈঠকের পরিমাণ বেড়েছে।