নড়াইলের নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামি জিল্লাল খা (৪৫) কে গ্রেফতার করেছে। সে নড়াগাতি থানার পাখিমারা গ্রামের হাবিবুর খা এর ছেলে।
শুক্রবার(১১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নেতৃত্বেএসআই মোঃ মফিজ মোল্যা ও এএসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জিল্লাল খা (৪৫) কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।