শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সদর উপজেলার বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নে নদী ভাঙন এবং চাঁদপুর শহররক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি-জামায়াতের এমপি-মন্ত্রীর বাড়ির সামনের রাস্তা, ব্রিজ ও কালভার্ট করে দিয়েছে। যা তারা সরকার থাকাকালীন সময়ও করতে পারেনি।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।