নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫আগস্ট) দুপুরের সোনালী ব্যাংক পি,এল,সি, প্রিন্সিপাল অফিস, নড়াইলের আয়োজনে সদর উপজেলার সীমাখালীর মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব (রাঃ) ও এতিমখানার ৪০ জন এতিমদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাউল,ডাল,তেল,পেয়াজ, রসুন,আলু।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পি.এল.সি নড়াইল শাখা নড়াইলের শাখা ম্যানেজার এ.আর.এম রকিবুল হাসান, সোনালী ব্যাংক পি.এল.সি. প্রিন্সিপাল অফিস নড়াইলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহব্বত হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস কে শাহিনুল হক, সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্তী, প্রিন্সিপাল অফিসার শাহরিয়ার মুক্তাকিন, সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ ।