‘সাইবার হামলা’র সাম্প্রতিক ঝুঁকি মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলিট ফোর্স ‘র্যাব’।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নজরদারির আওতায় নেওয়া হয়েছে। হ্যাকিং রোধে কাজ করছে র্যাবের সাইবার টিম।
রাজধানীর কাওরানবাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি বলেন, সাইবার হামলার ঝুঁকি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলার ঝুঁকি সংক্রান্ত প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি র্যাবও বেশকিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। র্যাবের আইটি বিশেষজ্ঞরা এটা নিয়ে কাজ করছে। অতীতের মতো আর যাতে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।