জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও শোক সভার আয়োজন করায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
বুধবার (১৬ আগষ্ট) উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত পত্রে এই নোটিশ দেয়া হয়। শোকজকৃতরা হলেন পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিন জালাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান।
জানা যায়, শোক দিবস উপলক্ষে বুধবার শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগ। বুধবার বিকালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর ও সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবদুল খালেক।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শোকজের চিঠি অফিস পিয়নের মাধ্যমে সকাল ১০ টায় তাদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে অবগত না করেই সভার আয়োজন করায় তাদেরকে কারণ দর্শানের নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের বর্ধিত সভা ও উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত না থাকা এবং দলীয় শৃঙ্খলা না মেনে সভার আয়োজন করায় তাদেরকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দীন বলেন,শোক দিবসের অনুষ্ঠান করায় শোকজ করা হয়েছে বিষয়টি শুনে হতভাগ হয়েছি। শোকজের কোন চিঠি পায়নি। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের বর্ধিত সভা ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ আমাকে অবগত করেনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ বলেন,শোক দিবস উপলক্ষে বুধবার শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগ। সভা শেষে পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দীনসহ তিন জনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। তবে কি কারনে শোকজ করা হয়েছে তা জানা নেই।