‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে’

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে। আসুন বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সে দেশে স্বাধীনতারবিরোধী শক্তিদের পরাজিত করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হয়ে মুক্তিযুদ্ধের পতাকা উড্ডয়ন করব। এটাই হবে আমাদের শপথ।”

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যেসব জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সেসব জায়গায় দ্রুত কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম। সেভাবে নিজেদের প্রস্তুত করো। অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সব জায়গায় দ্রুত কমিটি দিতে হবে।”

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করতে হবে। ছাত্রলীগে এদের থাকার কোনো অধিকার নেই, সেটা যেকোনো শ্রেণির অনুপ্রবেশকারী হোক। অনুপ্রবেশকারীর পরিচয় শুধু অনুপ্রবেশকারী, তার ছাত্রলীগে থাকার অধিকার নেই। কোন ফাঁক দিয়ে তারা ঢুকে গেছে আমাদের এই সৃজনশীল দলে! এদের চিহ্নিত করতে হবে, এটি আপনাদের পবিত্র দায়িত্ব।”

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে’

‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে। আসুন বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সে দেশে স্বাধীনতারবিরোধী শক্তিদের পরাজিত করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হয়ে মুক্তিযুদ্ধের পতাকা উড্ডয়ন করব। এটাই হবে আমাদের শপথ।”

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যেসব জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সেসব জায়গায় দ্রুত কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম। সেভাবে নিজেদের প্রস্তুত করো। অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সব জায়গায় দ্রুত কমিটি দিতে হবে।”

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করতে হবে। ছাত্রলীগে এদের থাকার কোনো অধিকার নেই, সেটা যেকোনো শ্রেণির অনুপ্রবেশকারী হোক। অনুপ্রবেশকারীর পরিচয় শুধু অনুপ্রবেশকারী, তার ছাত্রলীগে থাকার অধিকার নেই। কোন ফাঁক দিয়ে তারা ঢুকে গেছে আমাদের এই সৃজনশীল দলে! এদের চিহ্নিত করতে হবে, এটি আপনাদের পবিত্র দায়িত্ব।”

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত