মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) জন্য প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে বদলি করা হয়েছে নাঙ্গলকোট থানায়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট চেয়ে ওসির বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওসির সেই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।

৩৯ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (লোটাস কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন যে, আমি যদি পূর্বের ইতিহাস শুনি তাহলে নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ঠিকভাবে ছিলো না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলনে এবং আপনাদরেকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

এদিকে, বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন ওসি ফারুক হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তো সরকারের প্রতিনিধি। তাই উন্নয়নের কথা বলতেই পারি। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে আমার বক্তব্য আংশিক এডিট করা হয়েছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) জন্য প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে বদলি করা হয়েছে নাঙ্গলকোট থানায়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট চেয়ে ওসির বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওসির সেই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।

৩৯ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (লোটাস কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন যে, আমি যদি পূর্বের ইতিহাস শুনি তাহলে নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ঠিকভাবে ছিলো না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলনে এবং আপনাদরেকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

এদিকে, বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন ওসি ফারুক হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তো সরকারের প্রতিনিধি। তাই উন্নয়নের কথা বলতেই পারি। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে আমার বক্তব্য আংশিক এডিট করা হয়েছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত