জামালেুরের বকশীগঞ্জের খয়ের উদ্দিন মাদরাসায় মাদক,জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম সেবা।
মাদক,জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি সুমন কান্তি চৌধুরী।
সভায় সংশ্লিষ্ট বিষয়ে অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জামালপুর জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
সভায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও পুরুষসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম সেবা বলেন, মাদক,জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের বাংলাদেশ পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে। তিনি বলেন জনবান্ধব পুলিশ গঠন এবং পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য জামালপুরের পুলিশ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য প্রতিটি ইউনিয়নেই বিটপুলিশিং কার্যক্রম নিয়ে সচেতনতামূলক সভা করবে জামালপুর জেলা পুলিশ।