যানজট এড়াতে অটোরিকশা নিয়ে ফুটওভার ব্রিজে চালক!

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
যানজট এড়াতে অটোরিকশা নিয়ে ফুটওভার ব্রিজে চালক!
ভারতের দিল্লির ফুটওভার ব্রিজে উঠে যাওয়া অটোরিকশা/সংগৃহীত

প্রাত্যহিক জীবনে যানজট এক বড় বিড়ম্বনা। যানজটে বসে প্রতিদিনই আমাদের অনেক সময় ও কর্মশক্তি নষ্ট হয়। বিরক্তিকর যানজট এড়াতে অনেকেই বিকল্প রাস্তা কিংবা সড়ক ব্যবহার করে থাকেন। আবার সময় বাঁচাতে কেউ কেউ ফুটপাতের ওপরই সাইকেল কিংবা বাইক উঠিয়ে দিয়ে থাকেন। মানুষের চলাচলের অসুবিধা হলেও সেটি তারা থোড়াই কেয়ার করেন।

কিন্তু তাই বলে মানুষের চলাচলের জন্য বরাদ্দ ফুটওভার ব্রিজে যানবাহন উঠিয়ে দেওয়াটা একটু অবাক করার মতোই বটে! অবাক করে দেওয়া এই দৃশ্যটি সম্প্রতি দেখা গেছে ভারতের দিল্লির হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহারের ট্রাফিক সার্কেলে। সেখানকার রাস্তার দীর্ঘ যানজটে বিরক্ত হয়ে এক চালক তার তিন চাকার অটোরিকশাটি উঠিয়ে দেন ফুট ওভারব্রিজের সিঁড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মুন্না (২৫) নামের এক অটোরিকশাচালক তার তিন চাকার বাহন নিয়ে যানজটে আটকা পড়েন। যানজট এড়াতে সেই চালক প্রথমে খালি অটোরিকশাটিকে ফুটপাতে এবং পরে ফুট ওভারব্রিজে উঠিয়ে দেন। ওভারব্রিজের সিঁড়িতে অটোরিকশাটিকে দিকনির্দেশে সাহায্যের জন্য একজনকে তিন চাকার সেই বাহনেও উঠে পড়তে দেখা যায়।

অটোচালকের এমন অদ্ভুতুড়ে কাণ্ডে ফুট ওভারব্রিজের চারপাশে থাকা মানুষজন তাজ্জব বনে যান। তবে ওভারব্রিজে থাকা পথচারীরা অবাক হলেও ঠিকই অটোরিকশাটিকে সাইড দিয়ে দাঁড়িয়ে দেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও অটোরিকশা চালকের এই কাণ্ডের ভিডিও বেশ ভাইরাল হয়ে সবার নজরে এসেছে।

তবে যানজট এড়াতে বা অন্য যেকোনো কারণেই হোক, ফুটওভার ব্রিজে অটোরিকশা উঠিয়ে দিয়ে দিনশেষে সেই চালক ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। পরবর্তীতে বিষয়টি পুলিশের চোখে পড়লে মুন্না নামের সেই অটোচালককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাঙ্গাম বিহারে। চালকের পাশাপাশি পুলিশ অটোতে উঠে পড়া সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অমিত নামের সেই ব্যক্তির নিবাসও সাঙ্গাম বিহারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যানজট এড়াতে অটোরিকশা নিয়ে ফুটওভার ব্রিজে চালক!

যানজট এড়াতে অটোরিকশা নিয়ে ফুটওভার ব্রিজে চালক!
ভারতের দিল্লির ফুটওভার ব্রিজে উঠে যাওয়া অটোরিকশা/সংগৃহীত

প্রাত্যহিক জীবনে যানজট এক বড় বিড়ম্বনা। যানজটে বসে প্রতিদিনই আমাদের অনেক সময় ও কর্মশক্তি নষ্ট হয়। বিরক্তিকর যানজট এড়াতে অনেকেই বিকল্প রাস্তা কিংবা সড়ক ব্যবহার করে থাকেন। আবার সময় বাঁচাতে কেউ কেউ ফুটপাতের ওপরই সাইকেল কিংবা বাইক উঠিয়ে দিয়ে থাকেন। মানুষের চলাচলের অসুবিধা হলেও সেটি তারা থোড়াই কেয়ার করেন।

কিন্তু তাই বলে মানুষের চলাচলের জন্য বরাদ্দ ফুটওভার ব্রিজে যানবাহন উঠিয়ে দেওয়াটা একটু অবাক করার মতোই বটে! অবাক করে দেওয়া এই দৃশ্যটি সম্প্রতি দেখা গেছে ভারতের দিল্লির হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহারের ট্রাফিক সার্কেলে। সেখানকার রাস্তার দীর্ঘ যানজটে বিরক্ত হয়ে এক চালক তার তিন চাকার অটোরিকশাটি উঠিয়ে দেন ফুট ওভারব্রিজের সিঁড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মুন্না (২৫) নামের এক অটোরিকশাচালক তার তিন চাকার বাহন নিয়ে যানজটে আটকা পড়েন। যানজট এড়াতে সেই চালক প্রথমে খালি অটোরিকশাটিকে ফুটপাতে এবং পরে ফুট ওভারব্রিজে উঠিয়ে দেন। ওভারব্রিজের সিঁড়িতে অটোরিকশাটিকে দিকনির্দেশে সাহায্যের জন্য একজনকে তিন চাকার সেই বাহনেও উঠে পড়তে দেখা যায়।

অটোচালকের এমন অদ্ভুতুড়ে কাণ্ডে ফুট ওভারব্রিজের চারপাশে থাকা মানুষজন তাজ্জব বনে যান। তবে ওভারব্রিজে থাকা পথচারীরা অবাক হলেও ঠিকই অটোরিকশাটিকে সাইড দিয়ে দাঁড়িয়ে দেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও অটোরিকশা চালকের এই কাণ্ডের ভিডিও বেশ ভাইরাল হয়ে সবার নজরে এসেছে।

তবে যানজট এড়াতে বা অন্য যেকোনো কারণেই হোক, ফুটওভার ব্রিজে অটোরিকশা উঠিয়ে দিয়ে দিনশেষে সেই চালক ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। পরবর্তীতে বিষয়টি পুলিশের চোখে পড়লে মুন্না নামের সেই অটোচালককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাঙ্গাম বিহারে। চালকের পাশাপাশি পুলিশ অটোতে উঠে পড়া সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অমিত নামের সেই ব্যক্তির নিবাসও সাঙ্গাম বিহারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত