দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি

বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।

ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে রাজনীতির সাথে জড়াবেন না। বিচার বিভাগের ওপর আস্থার যে ঘাটতি রয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এই বিভাগসংশ্লিষ্ট সবার জন্যই এমন পরিস্থিতি।

কাজের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি

দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি

বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।

ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে রাজনীতির সাথে জড়াবেন না। বিচার বিভাগের ওপর আস্থার যে ঘাটতি রয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এই বিভাগসংশ্লিষ্ট সবার জন্যই এমন পরিস্থিতি।

কাজের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত