বাংলা‌দেশে আসবেন সৌদি ক্রাউন প্রিন্স

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলা‌দেশে আসবেন সৌদি ক্রাউন প্রিন্স
মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ছবি: সংগৃহীত

আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ কথা জানান।

তিনি বলেন, “দূতাবাস আগামী বছর ক্রাউন প্রিন্সকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, ‘ইনশাআল্লাহ’ (আল্লাহর ইচ্ছা)।”

তিনি বলেন, “বাংলাদেশের “আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান” রয়েছে। দেশের স্থিতিশীল সরকার ও ‘উল্লেখযোগ্য’ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সম্পর্কটি আরও বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানের উপস্থিতি ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দেন তিনি।”

এর আগে, জুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, “তার দেশ বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহযোগিতা দিতে আগ্রহী।”

হজ উপলক্ষে মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বলেন, “সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা করতে সবসময় আগ্রহী।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলা‌দেশে আসবেন সৌদি ক্রাউন প্রিন্স

বাংলা‌দেশে আসবেন সৌদি ক্রাউন প্রিন্স
মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ছবি: সংগৃহীত

আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ কথা জানান।

তিনি বলেন, “দূতাবাস আগামী বছর ক্রাউন প্রিন্সকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, ‘ইনশাআল্লাহ’ (আল্লাহর ইচ্ছা)।”

তিনি বলেন, “বাংলাদেশের “আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান” রয়েছে। দেশের স্থিতিশীল সরকার ও ‘উল্লেখযোগ্য’ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সম্পর্কটি আরও বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানের উপস্থিতি ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দেন তিনি।”

এর আগে, জুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, “তার দেশ বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহযোগিতা দিতে আগ্রহী।”

হজ উপলক্ষে মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বলেন, “সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা করতে সবসময় আগ্রহী।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত