ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে হরদীপ সিং হত্যা প্রসঙ্গ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে হরদীপ সিং হত্যা প্রসঙ্গ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে)/ এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় কানাডার সঙ্গে ভারতের চলমান বিতর্ক নিরসনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওয়াশিংটনে তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তবে তারা কোনো প্রশ্ন নেননি।

সাংবাদিকরা কানাডা নিয়ে প্রশ্ন করলেও ব্লিংকেন কোনো জবাব দেননি।

জয়শঙ্কর বলেছেন, “আবার যুক্তরাষ্ট্র আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদীও কিছুদিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি-২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত।”

ব্লিঙ্কেন জানিয়েছেন, জি-২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।

বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন, “আমার বন্ধু ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করে খুবই ভালো লাগছে। প্রচুর বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জুন মাসে যে মার্কিন সফর করেছিলেন, তার ফলোআপ হয়েছে। তাছাড়া বিশ্বে এখন যে ঘটনা ঘটছে, তা নিয়েও আমরা মতবিনিময় করেছি। আর আসন্ন টু প্লাস টু বৈঠক নিয়েও কথা হয়েছে।”

টু প্লাস টু ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক। দিল্লিতে এবার এই বৈঠক হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, “এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, ক্লিন এনার্জির মতো বিষয়গুলো নিয়ে কথা হবে।”

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেননা, সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। কানাডার অভিযোগ, তাদের নাগরিক ও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, ভিসা দেওয়া বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারত-কানাডার এই বিরোধে সরাসরি কোনো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র।

বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, “শিখ নেতা হত্যার তদন্তে কানাডাকে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে হরদীপ সিং হত্যা প্রসঙ্গ

ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে হরদীপ সিং হত্যা প্রসঙ্গ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে)/ এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় কানাডার সঙ্গে ভারতের চলমান বিতর্ক নিরসনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওয়াশিংটনে তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তবে তারা কোনো প্রশ্ন নেননি।

সাংবাদিকরা কানাডা নিয়ে প্রশ্ন করলেও ব্লিংকেন কোনো জবাব দেননি।

জয়শঙ্কর বলেছেন, “আবার যুক্তরাষ্ট্র আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদীও কিছুদিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি-২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত।”

ব্লিঙ্কেন জানিয়েছেন, জি-২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।

বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন, “আমার বন্ধু ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করে খুবই ভালো লাগছে। প্রচুর বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জুন মাসে যে মার্কিন সফর করেছিলেন, তার ফলোআপ হয়েছে। তাছাড়া বিশ্বে এখন যে ঘটনা ঘটছে, তা নিয়েও আমরা মতবিনিময় করেছি। আর আসন্ন টু প্লাস টু বৈঠক নিয়েও কথা হয়েছে।”

টু প্লাস টু ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক। দিল্লিতে এবার এই বৈঠক হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, “এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, ক্লিন এনার্জির মতো বিষয়গুলো নিয়ে কথা হবে।”

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেননা, সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। কানাডার অভিযোগ, তাদের নাগরিক ও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, ভিসা দেওয়া বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারত-কানাডার এই বিরোধে সরাসরি কোনো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র।

বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, “শিখ নেতা হত্যার তদন্তে কানাডাকে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত