ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ জন নারী ও পুরুষ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ১৭ জন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহ্বায়ক আবু তাহের প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।