ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিল হতে গৃহিত প্রকল্পের আওতায় টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদ আয়োজনে পরিষদ সভাকক্ষে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই টিফিন বক্স বিতরণ করা হয়।
২ নং নেকমরদ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহরিয়ার রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রাহিম উদ্দীন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সীমান্ত কুমার বসাক।
এছাড়াও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে, বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ওসি (তদন্ত) মহসিন আলী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন, নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সচিব সুব্রত মালাকার ও সকল ইউপি সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।