বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সানলাইফ ইন্স্যুরেন্স জানায়, কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১.৫৪ কোটি বা ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়া হবে। কোম্পানিটির বোর্ড গত ২৯ অক্টোবর বিকালে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

সাইনলাইফের এই শেয়ারগুলো শেয়ারবাজারের আরেক তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কিনে নেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হবে বলে জানিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার ৫২.৯০ টাকায় লেনদেন হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেই সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক ও ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!

বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সানলাইফ ইন্স্যুরেন্স জানায়, কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১.৫৪ কোটি বা ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়া হবে। কোম্পানিটির বোর্ড গত ২৯ অক্টোবর বিকালে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

সাইনলাইফের এই শেয়ারগুলো শেয়ারবাজারের আরেক তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কিনে নেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হবে বলে জানিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার ৫২.৯০ টাকায় লেনদেন হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেই সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক ও ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত