ময়মনসিংহ প্রতিনিধিঃ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিষ্ট মরহুম ফজলুল হক ভূঁইয়ার ১ম মৃত্যুবার্ষিকী আজ ২রা নভেম্বর। ২০২২ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত্যু হয়।
মরহুম ফজলুল হক ভূঁইয়া সাপ্তাহিক আল মিনার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে একাধারে ৩৬ বছর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ নয়াদিন্ত পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে আজ বিকালে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।