মাদারীপুরে ভুয়া মিউটেশন তৈরির অভিযোগে মামল, গ্রেফতার ১

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে ভুয়া মিউটেশন তৈরির অভিযোগে মামল, গ্রেফতার ১
প্রতীকী ছবি

মাদারীপুরে ভুয়া মিউটেশনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানায় ৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা।

এই মামলায় রবিবার (১২ নভেম্বর) রাতে তাজেল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাজেলকে কোর্টে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় মূল হোতাকে বাদ দিয়ে নিরীহ মানুষকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামের তাজেল মোল্লা ও রুবেল মোল্লার নামে একটি মিউটেশন করা হয়। পরে মিউটেশন মূল তারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে আসে। এসময় ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা একই অসংগতি দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তখন মামলার করা সিদ্ধান্ত নেয়া পরে রবিবার সদর থানায় ভুয়া মিউটেশন করার অভিযোগে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় জমির মালিক তাজেল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছে সদর উপজেলার গগনপুর কুন্তিপাড়া গ্রামের রুহুল আমিন খান, মাহমুদুল হাসান শিং, মুন্না সরদার, তাজেল মোল্লা, রুবেল মোল্লা ও ফয়েজ আহমেদসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মিউটেশন ভুল হোক আর শুদ্ধ হোক এর সাথে ভূমি অফিসের লোকজন জড়িত। কিন্তু ভূমি অফিসের কাউকেই আসামি করা হয়নি। বাদ দেয়া হয়েছে মূল হোতাদের।

স্থানীয় বাসিন্দা সোহান জানান, ভূমি অফিসের রেজিস্ট্রার বইতে এটা লিপিবদ্ধ করা হয়েছে। ভূমি অফিসের রেজিস্ট্রার বইতো বাইরে মানুষের কাছে থাকে না। তাই বলা যায় ভূমি অফিসের কেউ না কেউ জড়িত। তবে তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

এব্যপারে ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ৬ জনের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সিদ্ধান্তে মামলা হয়েছে। ভূমি অফিসের রেজিস্ট্রার বইতে কীভাবে লিপিবদ্ধ হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরের অনেক লোক আসে তারা এই কাজ করতে পারে।

মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন বলেন, একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাইনুদ্দিন বলেন, এই ঘটনায় যদি ভূমি অফিসের কেউ জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে ভুয়া মিউটেশন তৈরির অভিযোগে মামল, গ্রেফতার ১

মাদারীপুরে ভুয়া মিউটেশন তৈরির অভিযোগে মামল, গ্রেফতার ১
প্রতীকী ছবি

মাদারীপুরে ভুয়া মিউটেশনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানায় ৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা।

এই মামলায় রবিবার (১২ নভেম্বর) রাতে তাজেল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাজেলকে কোর্টে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় মূল হোতাকে বাদ দিয়ে নিরীহ মানুষকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামের তাজেল মোল্লা ও রুবেল মোল্লার নামে একটি মিউটেশন করা হয়। পরে মিউটেশন মূল তারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে আসে। এসময় ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা একই অসংগতি দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তখন মামলার করা সিদ্ধান্ত নেয়া পরে রবিবার সদর থানায় ভুয়া মিউটেশন করার অভিযোগে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় জমির মালিক তাজেল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছে সদর উপজেলার গগনপুর কুন্তিপাড়া গ্রামের রুহুল আমিন খান, মাহমুদুল হাসান শিং, মুন্না সরদার, তাজেল মোল্লা, রুবেল মোল্লা ও ফয়েজ আহমেদসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মিউটেশন ভুল হোক আর শুদ্ধ হোক এর সাথে ভূমি অফিসের লোকজন জড়িত। কিন্তু ভূমি অফিসের কাউকেই আসামি করা হয়নি। বাদ দেয়া হয়েছে মূল হোতাদের।

স্থানীয় বাসিন্দা সোহান জানান, ভূমি অফিসের রেজিস্ট্রার বইতে এটা লিপিবদ্ধ করা হয়েছে। ভূমি অফিসের রেজিস্ট্রার বইতো বাইরে মানুষের কাছে থাকে না। তাই বলা যায় ভূমি অফিসের কেউ না কেউ জড়িত। তবে তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

এব্যপারে ঘটমাঝি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ৬ জনের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সিদ্ধান্তে মামলা হয়েছে। ভূমি অফিসের রেজিস্ট্রার বইতে কীভাবে লিপিবদ্ধ হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরের অনেক লোক আসে তারা এই কাজ করতে পারে।

মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন বলেন, একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাইনুদ্দিন বলেন, এই ঘটনায় যদি ভূমি অফিসের কেউ জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত