আন্দোলনের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আন্দোলনের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এই কথা বলেন।

তিনি বলেন, তফসিলকে ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কে তল্লাশি বিষয়টি দেখলাম।

রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে। আর যদি বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হবে।

এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে ২টা ১৫ মিনিটে বের হয়ে যান ডিএমপি কমিশনার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্দোলনের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আন্দোলনের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এই কথা বলেন।

তিনি বলেন, তফসিলকে ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কে তল্লাশি বিষয়টি দেখলাম।

রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে। আর যদি বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হবে।

এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে ২টা ১৫ মিনিটে বের হয়ে যান ডিএমপি কমিশনার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত