কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬
ফাইল ছবি।

জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানান, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ট্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ৩৬ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ছয় জন গুরুতর আহত হয়েছে।’ আহতদের ডোডা ও কিশতওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ডা. সিং আরো বলেন, ‘আহতদের প্রয়োজন অনুসারে জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। আরও আহতদের স্থানান্তর করার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হচ্ছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬
ফাইল ছবি।

জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানান, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ট্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ৩৬ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ছয় জন গুরুতর আহত হয়েছে।’ আহতদের ডোডা ও কিশতওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ডা. সিং আরো বলেন, ‘আহতদের প্রয়োজন অনুসারে জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। আরও আহতদের স্থানান্তর করার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হচ্ছে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত