যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যাচেষ্টা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যাচেষ্টা ভারতের
শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুন। ছবি: এক্স থেকে নেওয়া

এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে আমেরিকা। এ ঘটনায় নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় ভারতকে সতর্ক করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এফটির প্রতিবেদনে বলা হয়, শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্ত ঠেকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আমেরিকা সরকার পান্নুনকে অবগত করেছিল কি না তা জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফর শেষ হওয়ার পর ভারতের কাছে পান্নুনকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসও কোনো সাড়া দেয়নি।

গত জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য’ প্রমাণ আছে বলে অভিযোগ করে কানাডা। তখন ভারত কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যাচেষ্টা ভারতের

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যাচেষ্টা ভারতের
শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুন। ছবি: এক্স থেকে নেওয়া

এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে আমেরিকা। এ ঘটনায় নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় ভারতকে সতর্ক করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এফটির প্রতিবেদনে বলা হয়, শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্ত ঠেকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আমেরিকা সরকার পান্নুনকে অবগত করেছিল কি না তা জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফর শেষ হওয়ার পর ভারতের কাছে পান্নুনকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসও কোনো সাড়া দেয়নি।

গত জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য’ প্রমাণ আছে বলে অভিযোগ করে কানাডা। তখন ভারত কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত