গোলখরা কাটিয়ে আর্সেনালকে শীর্ষে তুললেন হ্যাভার্জ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
গোলখরা কাটিয়ে আর্সেনালকে শীর্ষে তুললেন হ্যাভার্জ
হ্যাভার্জের গোল উদযাপন

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে চেলসিকে ট্রফি জেতান কাই হ্যাভার্জ। লন্ডন ছেড়ে আর্সেনালে পাড়ি দেওয়ার পর থেকে এই জার্মানের সময় ভালো কাটছে না। শনিবার গানারদের হয়ে শেষ দিকে গোল করে নজর কাড়লেন তিনি। ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আর্সেনাল।

সাড়ে ৬ কোটি পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া হ্যাভার্জ এদিন ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন। ১০ ম্যাচে প্রথমবার জাল কাঁপিয়ে গানারদের এক নম্বরে উঠালেন। তাতে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যানসিটি (২৯) এক পয়েন্টের ব্যবধানে নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি তো বটেই, লিভারপুলকেও পেছনে ফেলেছে গানাররা।

গত সেপ্টেম্বরে লিগ কাপে এই জিটেক কমিউনিটি স্টেডিয়ামে জয় নিয়ে ফিরেছিল আর্সেনাল। শনিবার তাদের ঘাম ছুটেছে। ৮৯ মিনিটে বুকায়ো সাকা খুঁজে পান হ্যাভার্জকে। ফাঁক পেয়ে তার হেডে বল জড়ায় জালে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গোলখরা কাটিয়ে আর্সেনালকে শীর্ষে তুললেন হ্যাভার্জ

গোলখরা কাটিয়ে আর্সেনালকে শীর্ষে তুললেন হ্যাভার্জ
হ্যাভার্জের গোল উদযাপন

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে চেলসিকে ট্রফি জেতান কাই হ্যাভার্জ। লন্ডন ছেড়ে আর্সেনালে পাড়ি দেওয়ার পর থেকে এই জার্মানের সময় ভালো কাটছে না। শনিবার গানারদের হয়ে শেষ দিকে গোল করে নজর কাড়লেন তিনি। ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আর্সেনাল।

সাড়ে ৬ কোটি পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া হ্যাভার্জ এদিন ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন। ১০ ম্যাচে প্রথমবার জাল কাঁপিয়ে গানারদের এক নম্বরে উঠালেন। তাতে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যানসিটি (২৯) এক পয়েন্টের ব্যবধানে নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি তো বটেই, লিভারপুলকেও পেছনে ফেলেছে গানাররা।

গত সেপ্টেম্বরে লিগ কাপে এই জিটেক কমিউনিটি স্টেডিয়ামে জয় নিয়ে ফিরেছিল আর্সেনাল। শনিবার তাদের ঘাম ছুটেছে। ৮৯ মিনিটে বুকায়ো সাকা খুঁজে পান হ্যাভার্জকে। ফাঁক পেয়ে তার হেডে বল জড়ায় জালে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত