দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে নাভিশ্বাস জন সাধারণের জীবন। পত্রিকা খুললেই দেখা যায় কোনো না কোনো কিছুর দাম বেড়েই চলছে। আলু, পেয়াঁজ, সবজি, দুধ-ডিম, চাল-ডাল থেকে শুরু করে সাবান, লোশন, শ্যাম্পু সব কিছুর দামই দিন দিন হচ্ছে আকাশচুম্বী। বাড়ছে ডিজেল, পেট্রোলের দাম বাড়ছে যাতায়াত খরচ। দ্রব্যমূল্যের এই চড়া বাজারে কেমন কাটছে শিক্ষার্থীদের জীবন তা তুলে ধরছেন মুনিয়া রহমান জান্নাত।
নুন আনতে পান্তা ফুরায়
২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শুরু হয় মেস জীবন। শুরুতে মেস ভাড়া, খাবার, নাস্তা, শীট আর হাতখরচ মিলে মাস চলে যেতো ৬ হাজার টাকায়। কিন্তু দিন দিন পণ্যের দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে বর্তমানে খরচ বেড়েছে দ্বিগুণ। টেনেটুনে ১০ হাজার টাকায় পারি দিতে হয় পুরো মাস। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আমার মাসিক খরচ চালাতে পরিবারকে হিমসিম খেতে হয়।
মোস্তফা তানভীর তুষার
প্রান রসায়ন এবং অনুপ্রান বিজ্ঞান বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়।
দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে হুমকির মুখে জনজীবন
বিশ্বে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা ফিলিস্তিন-ইসরায়েলের সংঘর্ষের কারণে শুধু বাংলাদেশই নয় বিশ্বের উন্নত দেশ গুলোও নিজেদের জীবনমান নিয়ে সংকটে পড়েছে। জ্বালানী, চিকিৎসা, পরিবহন সহ প্রত্যেকটি খাতেই ব্যায় বেড়েছে যার কারণে হুমকির মুখে পড়েছে সকল শ্রেণীর মানুষ। শিক্ষার্থীদের উপরেও পড়েছে সংকটময় সময়ের প্রভাব। উচ্চ দ্রব্যমূল্যের গেঁড়াকলে আটকে পড়ছে শিক্ষার্থীরা। এভাবে চলতে থাকলে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই কষ্টকর হয়ে দাড়াবে।
আশরাফুল আলম অনিক
গণিত বিভাগ
সাভার সরকারি কলেজ।
হরতাল-অবরোধে বিপর্যস্ত জনমানুষের জীবন
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানা হরতাল-অবরোধ দেশের জনমানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। হরতাল শুরু হওয়ার পর থেকে দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য হরতাল-অবরোধ হুমকি স্বরুপ। দ্রব্যমূল্যের এই অস্থিরতায় রীতিমতো নাকানিচুবানি খেতে হচ্ছে শিক্ষার্থীদের। হরতাল অবরোধকে পাশ কাটিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন হবে আমরা এই স্বপ্নই দেখি।
নাইমুল হক
তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
লেখা: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়।